সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ী মোন্নফা সরকার ওরফে মান্নানকে অপহরণের ঘটনায় ৪ মাস পর ঢাকার আশুলিয়া নিরিবিলি এলাকা থেকে র্যাব-৪ এর সহযোগিতায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটককৃত আসামী, সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামে আমজাদ আলীর ছেলে এরশাদুল ইসলাম(৩৫) ও আবু তালেব ছেলে আবু সুফিয়ান(২৫)।বুধবার (০৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মনোজিৎ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণ মামলায় ওরেন্টভুক্ত আসামী ঢাকার আশুলিয়া নিরিবিলি অবস্থান করছে খোঁজ পেয়ে র্যাব-৪ এর সহযোগিতায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আকটকৃত আসামীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ, সলঙ্গায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ী গত (৭ ডিসেম্বর) শনিবার ভোরে প্রতিপক্ষে লোকজন কালো একটি মাক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় বলে তাঁর ভাই মাহবুবুল আলম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন।পরে (৮ ডিসেম্বর) রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করেন।
পরে (৮ ডিসেম্বর) রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করেন।
0 coment rios: