সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী গ্রামের দরিদ্র এক পরিবারের জমি জবর দখল করে জোর পূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী জর্জিজুর রহমান শেখ গংদের বি-রুদ্ধে।
তবে প্রতিপক্ষের দাবী দীর্ঘদিন পূর্বে বর্তমান জমির মালিকের পূর্বপুরুষগন মৌখিক ভাবে উক্ত জমি দান করেছেন। আর এস খতিয়ানে রেকর্ড ভূক্ত না হলেও তারা জমি নিজের বলে দাবী করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে মনিরুল ইসলাম (৫৮) তার পিতা মাতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জেএল নং-৪৭, আর এস ৯৪৩.৯৩৮ দাগ নম্বর আর এস, ২৬৬৬, দাগে রকম বাড়ী ৩০ শতক এর কাতে পশ্চিম অংশের ১৫ শতক বাদান্তে ১৫ শতকের কাতে দক্ষিন পূর্ব কোন হইতে দখলি সাড়ে ৬ শতক জমির সংলগ্ন পশ্চিম অংশের যাহার আর এস, দাগ নম্বর ২৬৬৭/৪৬৫৪ দাগের ২ শতক জমি ভোগ দখল করছি।
উক্ত সম্পত্তিতে প্রতিবেশি জরজিস এর ছেলে মাজেদ উদ্দিন, বাবলু মিয়া দুই ভাই মিলে জবর দখল করে পাকা বাড়ী নির্মাণ করার সময় তাদের বাধা দিলে তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করছে।
এ ঘটনায় বাদী পক্ষ তাদের পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে রয়েছে বলে যানা যায়।
এ বিষয়ে কথা বলার জন্য মাজেদ উদ্দিনের বাড়ীতে গিয়ে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসী অনেকেই বলেন জর্জিজুর রহমান শেখ ছেলে মাজেদ প্রভাবশালীদের ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে দুই শতক জমি জোর পুর্বক জবর দখল করে রেখেছে। এবং এই বিষয়ে অত্র গ্রামের মাতব্বরগন একাধিকবার সালিশি বৈঠক করে সঠিক সমাধান দিলেও তারা মানেন নাই অবৈধ দখল দার মাজেদ উদ্দিন।
এবিষয়ে ন্যায় বিচারক দাবী করে ভুক্তভোগী মনিরুল ইসলাম।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেসুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোন অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।
0 coment rios: