জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী সে প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। দেশে একটি গণতান্ত্রিক ফ্রি-ফেয়ার ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। গত ১৫ বছরে শেখ হাসিনা ও তার সঙ্গীরা আমাদেরকে রক্তের সাগরে ভাসিয়ে গুম ও খুন করেছে। কারাগারে নির্দয়ভাবে আটকে রেখেছে। শাপলা চত্বরের খুনি, বিডিআরের খুনি ও সাঈদী সাহেবের খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এক কথায়-সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিন, সে নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।
শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন।
উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা মু. ইব্রাহিম , উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা মসলিসে সূরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, অধ্যাপক আবদুল কাদের, মাওলানা আবুল হাশেম, সাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, মহসিন কবির, ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন, আলহাজ¦ শাহনেওয়াজ কাজল, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হক, উত্তর শাখা শিবিরের সভাপতি মাসুম মিয়াজী। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপান্তরিত হয়।
0 coment rios: