সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্বদেলুয়া ব্রীজের উপর ট্যাংকলড়ি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৪ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পূর্বদেলুয়া ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
নিহত দুই জনের মধ্যে একজন সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলাম, রিপোর্টটি লেখা পর্যন্ত নিহত আরেকজন ও আহত তিন জনের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বর থেকে ছেড়ে আসা সিনএনজি উল্লাপাড়ার দিকে আসছিলো অপর দিকে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি ট্যাংকলড়ি পূর্বদেলুয়া ব্রীজে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয় আহত হয় তিন জন। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্যাংকলড়িটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
0 coment rios: