প্রতিষ্ঠার ৯ বছর পূর্তিতে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় প্রকৌশল পরামর্শক সেবায় অনন্য ভূমিকা রাখছে **গ্রীন হোম ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্সি**। উল্লাপাড়া, সলংগা, তারাশ, শাহজাদপুর ও চান্দাইকোনাসহ সমগ্র সিরাজগঞ্জে ও সিরাজগঞ্জের আসেপাশের জেলায় বিস্তার লাভ করে। নির্মাণ পরিকল্পনা, নকশা প্রণয়ন, এবং প্রকৌশলগত সমাধানে এই প্রতিষ্ঠানটির সেবা প্রশংসিত হচ্ছে। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক **ইঞ্জিনিয়ার আবু সামা সরকার**, যিনি দীর্ঘ ৯ বছর ধরে স্থানীয় উন্নয়নে অবদান রাখছে। ২০১৬ সালে যাত্রা শুরু করে গ্রীন হোম ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্সি সরকারি-বেসরকারি নির্মাণ প্রকল্প, বাড়ি-ঘর ও অবকাঠামো নির্মাণে পরামর্শক সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি তাদের কাজের গুণগত মান, সময়ানুবর্তিতা এবং স্থানীয় চাহিদা অনুধাবনের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে।
ইঞ্জিনিয়ার আবু সামা সরকার বলেন, *“সিরাজগঞ্জের উন্নয়নে আমাদের কাজ শুধু পেশাগত দায়িত্বই নয়, নৈতিক অঙ্গীকারও বটে। স্থানীয় সম্পদ ও জনশক্তিকে প্রাধান্য দিয়ে আমরা টেকসই নির্মাণ প্রক্রিয়া নিশ্চিত করি।”* তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বাড়িঘরের নকশা থেকে শুরু করে বড় আকারের অবকাঠামো প্রকল্পে দক্ষতা প্রদর্শন করে চলেছে।
প্রতিষ্ঠানের কার্যালয় সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুলে অবস্থিত,
সরকার প্লাজা, সিরাজগঞ্জ রোড, সলঙ্গা,উল্লাপাড়া, সিরাজগঞ্জ যা পাবনা সড়কের পাশে স্থানীয়দের জন্য সহজলভ্য। এখান থেকে তারা জেলার প্রত্যন্ত অঞ্চলেও পরিষেবা পৌঁছে দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও স্থানীয় সরকার প্রতিনিধিরা গ্রীন হোমের কাজের মানকে “আদর্শস্থানীয়” বলে অভিহিত করেন। শাহজাদপুরের এক ক্লায়েন্ট মো. রফিকুল ইসলাম জানান, *“ইঞ্জিনিয়ার আবু সামা সরকারের পরামর্শে আমাদের এলাকার বাড়ি-ঘর ও অবকাঠামো নির্মাণ গুলো দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে।”*
স্থানীয় উন্নয়নে গ্রীন হোমের ভূমিকা শুধু প্রকৌশল সেবায় সীমাবদ্ধ নেই; তারা তরুণ প্রকৌশলীদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করছে। ভবিষ্যতে জেলার বাইরেও সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার।
৯ বছরের এই যাত্রায় গ্রীন হোম ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্সি সিরাজগঞ্জের উন্নয়নের স্বার্থে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটির সাফল্য এলাকাবাসীর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
---
*সংবাদটি স্থানীয় উন্নয়ন ও প্রকৌশল সেবার গুণগত মানকে তুলে ধরে তৈরি করা হয়েছে।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
গ্রীন হোম ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্সি, সলংগা থানা রোড, হাটিকুমরুল, সিরাজগঞ্জ।
ফোন: ০১৭৪৪৪৮৮৬৭০।
ইমেইল: greenhome670@gmail.com
---
এই প্রতিবেদনটি প্রতিষ্ঠানটির সেবা ও সম্প্রদায়ভিত্তিক অবদানের প্রতি আলোকপাত করে তৈরি করা হয়েছে। স্থানীয় উন্নয়নে গ্রীন হোমের ভূমিকা প্রশংসনীয়।
সংবাদ সংগ্রহে: সিরাজগঞ্জ সংবাদ২৪
সিরাজগঞ্জ রোড, উল্লাপাড়া সিরাজগঞ্জ।
অনেক ভাল একটা কাজ
ReplyDelete