সিরাজগঞ্জ ৪ আসন উল্লাপাড়ার বিএনপি ও ৪ দলীয় জোট থেকে নির্বাচিত সাবেক এমপি জনাব এম আকবর আলীর সাথে একই দলের অপর এমপি প্রার্থী জনাব আজাদ হোসেনের সহিত দীর্ঘদিন যাবৎ অভ্যন্তরীণ কোন্দল চলে আসছিল। এদিকে জনাব এম আকবর আলী ইসলাম বিদ্বেষী ও জামায়াতে ইসলামী বিরোধিতার কারণে জনাব আজাদ হোসেনের সাথে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ভালো ও আন্তরিক সম্পর্ক বজায় থাকায় বর্তমানে বয়ঃবৃদ্ধ জনাব এম আকবর আলী রাজনৈতিক ময়দানে তেমন সুবিধা করতে পারছেন না। ইতিপূর্বে তিনি নিজের বার্ধক্যজনিত কারণে আর নির্বাচন করবেন না মর্মে ঘোষণা দেওয়ার পরও আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।
কিন্তু উল্লাপাড়ায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল #মাওলানা_রফিকুল_ইসলাম_খান জনপ্রিয়তায় এগিয়ে থাকায় এবং জনাব আজাদ হোসেন এর নোমিনেশন পাওয়ার অপার সম্ভাবনা থাকায় জনাব এম আকবর আলী তার অনুসারীদের (গুপ্তচর) দিয়ে জনাব আজাদ হোসেনের উপরে অতর্কিত হামলা করে ইচ্ছাকৃতভাবে হামলার সাথে সাথে জামায়াত-শিবিরের নামে প্রচার করে আজাদ হোসেন ও জামায়াত শিবিরের সাথে গ্যাঞ্জাম গোলযোগ লাগিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করার তীব্র নিন্দা জানাই। সেই সাথে হামলাকারীরা চেনা-জানা মানুষ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার আহবান জানাই
0 coment rios: