গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক চাপে আছেন সাকিব আল হাসান। ওই সরকারেরই সংসদ সদস্য ছিলেন তিনি।
এরপর আর দেশেও ফেরা হয়নি তার। অনেক ইচ্ছা থাকলেও দেশের মাটিতে খেলে ক্রিকেটকে বিদায় জানাতে পারেননি।
মূলত, রাজনীতিতে আসার কারণেই এমন অবস্থা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
তবে রাজনীতিতে আসাকে এখনো ভুল মনে করেন না সাকিব।
এমনকি নিজের নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনে ভোট করলে এখনো তিনি জিতবেন বলে বিশ্বাস এই অলরাউন্ডারের।
সাকিব সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন।
যেখানে নিজের ৬ মাসের রাজনৈতিক জীবনের অনেক দিক নিয়েই আলোচনা করেছেন তিনি।
রাজনীতিতে আসার কারণও ব্যাখ্যা করেছেন মাগুরার এই সন্তান।
আবারও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন বলে বিশ্বাস সাকিবের, ‘দেখুন, অনেকে বলতে পারে আমার রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না।
কিন্তু যারা এসব বলছে, তাদের বেশির ভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে।
আমি এখনো বিশ্বাস করি, যদি আজ আবার নির্বাচনে অংশ নিই, তবে মাগুরার মানুষ আমাকেই আবার ভোট দেবে।
কারণ, তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব।’
0 coment rios: