নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘জাতীয় কমেডি পার্টি’ বলে কটাক্ষ করেছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।
বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এনসিপির কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, জানাক (জাতীয় নাগরিক কমিটি)/এনসিপির নীতি-নির্ধারণী পজিশনে এমন কেউ আছে, যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা—যার মাধ্যমে জানাক/এনসিপি চরম হাস্যকর একটি গ্রুপিংয়ে পরিণত হয়।’
তিনি আরও লেখেন, ‘এরা একটা করে উদ্ভট দাবি ছুড়ে দেয়, সেই দাবি নিয়ে কয়েকদিন হইচই করে, তারপর সেই দাবি হাস্যকরভাবে ব্যর্থ হয়। এরকম সম্ভাবনাময় তরুণদের একটি দল এত দ্রুত ‘ন্যাশনাল কমেডি পার্টি’ হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে।’
তাসনিম খলিলের এ পোস্টে নাজিম উদ্দিন নামের একজন মন্তব্যে করেছেন, ‘আশা করেছিলাম এনসিপি একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে গড়ে উঠবে, কিন্তু তাদের কার্যক্রম হতাশাজনক।’
অন্যদিকে দেলওয়ার হোসেন নামের একজন মন্তব্যে লিখেছেন,‘এনসিপি প্ল্যাটফর্মে একাধিক মতাদর্শের মানুষ নেতৃত্বের ভূমিকায় রয়েছেন।’
0 coment rios: