Tuesday, 8 April 2025

ড. ইউনূসের সন্তানেরা কোথায় কি করেন?

 


শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর হাল ধরেন বাংলাদেশের।

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেরই অজানা। ব্যক্তিগত জীবনে প্রফেসর ইউনূস দুই কন্যা সন্তানের জনক। তার বড় মেয়ের নাম মনিকা ইউনূস আর ছোট মেয়ে দিনা আফরোজ।

মনিকা ইউনূস নামে ভারে যেনো ড. ইউনূসের যোগ্য কন্যা। বাবার নোবেল জয়ের আগে থেকেই স্বনামে-স্ব অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সোপরানো সঙ্গীত শিল্পী মনিকা। বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটান অপেরাসহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীতদলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন ইউনূস কন্যা।

১৯৬৭ সালে ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় ড. ইউনূসের সঙ্গে পরিচয় হয় মনিকা ইউনূসের মা রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরস্তেনকো এর সাথে।

এরপর ১৯৭০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন তারা। মনিকার জন্ম ১৯৭৯ সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা এর সঙ্গে যুক্তরাষ্ট্রে।

যার কারণ তার জন্মের কিছু দিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় মা বাবার মধ্যে। আর বিচ্ছেদের পর মেয়ে মনিকাকে নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলে যান ভেরা ফরস্তেনকো।

১৩ বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান।

১৯৯৭ সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। ছোট বেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা ২০০৪ সালে ড. ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন। আর ২০০৫ সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন। জানা গেছে, ব্যক্তিগত জীবনে মনিকা আরেক অপেরা শিল্পী ব্রান্ডন রেনল্ডসকে বিয়ে করেন।

ড. মোহাম্মদ ইউনূসের ছোট মেয়ে দিনা আফরোজ ইউনূস। ড. ইউনূস এবং আফরোজ ইউনূসের কন্যা।

ড. মুহাম্মদ ইউনূস-এর স্ত্রী আফরোজী ইউনূস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন। আফরোজী ইউনূস পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: