Tuesday, 1 April 2025

সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাপাত্তা স্বামী



 গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্না আক্তার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১লা এপ্রিল) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্ৰাম থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আন্না আক্তার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রূপচান আলীর মেয়ে।

এদিকে, ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর-শাশুরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হত্যার পর থেকে পলাতক রয়েছেন তারা। তবে, প্রবাস ফেরত ওই গৃহবধূর স্বামী লাল বাবু রাতেই বিদেশে চলে যাবেন বলে জানান প্রতিবেশীরা।  

নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্না আক্তারের উপর অমানবিক নির্যাতন চালাতেন স্বামী লাল বাবু ও শ্বশুরবাড়ির লোকজন। তাকে তুচ্ছ ঘটনাতেও শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী। নিহত গৃহবধূকে পরিকল্পিত ভাবে হত্যা করার পর আত্মহত্যা বলে অপপ্রচার করেছে স্বামীর পরিবার। তাকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজাতে লাশ ঝোলানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রূপচান আলীর মেয়ে আন্না আক্তার ও সর্বানন্দ ইউনিয়নের তালুক বাজিত গ্রামের আহম্মদ আলীর ছেলে লাল বাবুর সাথে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে গৃহবধূ আন্না আক্তারকে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। দীর্ঘদিন ধরে স্বামীর পরকীয়ার বিষয়ে আন্না তার শাশুড়িকে জানিয়েছিল। স্বামীর পরকীয়া নিয়ে নানা সময়ে ঝগড়াঝাটি হতো। গতকাল ঈদের দিন স্বামী লাল বাবুর বিরুদ্ধে পরকীয়া প্রেমিকার সাথে দেখা করার অভিযোগ তোলেন আন্না আক্তার। এ নিয়ে তাদের দুজনের মধ্যে চলতে থাকে বাকবিতণ্ডা। এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু হঠাৎ সে রাতেই ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শ্বশুরবাড়ির লোকজন। প্রতিবেশীরা এগিয়ে গিয়ে নিহতের লাশ বিছানার উপর দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। 

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: