সিরাজগঞ্জ শহরস্থ হোসেনপুর পুরাতন ফেরিঘাট এলাকায় গোসল করাকে কেন্দ্র করে মারামারিতে ১ নিহত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) ১২.৩০ ঘটিকায় শহরস্থ হোসেনপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সেলো মেশিনে মোঃ দুলালের ছেলে মোঃ আশিক মন্ডল (১৪) গ্রাম হোসেনপুর পুুটিয়াবাড়ি আশিকসহ ১/২ জন গোসল করতে গেলে মোঃ রিফাত (১৫) এর গায়ে পানি ছিটকে যায় এবং মোঃ আশিক মন্ডল ও মোঃ রিফাত এর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ রিফাত উত্তেজিত হয়ে উভয়ের মধ্যে পাশে ধানক্ষেতে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতে মোঃ আশিক মন্ডল সেলো মেশিনের পানির গর্তে পড়ে গেলে মোঃ রিফাতসহ তার বাবা মোঃ আলামিন (৪৫), মা মোছাঃ রোজিনা খাতুন (১৮) ও দুলাভাই মোঃ বরজ (১৮) গ্রাম হোসেনপুর বউবাজার এলাকায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়।
পরবর্তীতে স্থানীয় মোঃ আজিমকে ১:৩০ ঘটিকায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরাদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
0 coment rios: