Thursday, 3 April 2025

সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলী আলমের ঈদ শুভেচ্ছা বিনিময়

 


বেলকুচি প্রতিনিধি :

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ বুধবার ( ২ এপ্রিল ২০২৫) সকালে সেননগর মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু করে বেলকুচি পৌরসভা, রাজাপুর , ভাঙ্গাবাড়ী, ধুকুরিয়াবেড়া ও দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উপজেলা নায়েবে আমীর, অধ্যাপক নুরুন্নবী সরকার, ও মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাজহারুল ইসলাম, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাহবুবুর রশিদ শামীম,উপজেলা অফিস সেক্রেটারী আবুল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: