গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং করে রশিদ খান দেন মাত্র ৪ রান। দশম ওভারেও খরচ করেন মাত্র ৬ রান। তবে দুই ওভারে ১০ রান খরচ করেও আর বোলিং পেলেন না রশিদ। আর তাতে আইপিএলে বিরল এক অভিজ্ঞতা হলো আফগান লেগ স্পিনারের।
আইপিএলে ২০ ওভারের কোনো ইনিংসে তার কোটার চার ওভার পূর্ণ না হওয়ার প্রথম ঘটনা এটিই। অর্থাৎ আইপিএলে এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলে প্রথম এমন অভিজ্ঞতা হলো রশিদের।
২০১৭ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন রাশিদ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ওভারপ্রতি ৬.৮৬ করে রান দিয়ে তার উইকেট ১৫০টি।য
দিও কালকের ম্যাচে মাত্র ২ ওভার। মাত্র ১০ রান দিলেও, এই লেগস্পিনার কোনো উইকেট পাননি। কিন্তু আশ্চর্যজনকভাবে এরপর রশিদকে আর বোলিংয়েই আনেননি গুজরাট অধিনায়ক শুভমান গিল।
অবশ্য রশিদের বাকি দুই ওভার ছাড়াই ২০ ওভারে মুম্বাইকে ১৬০ রানে থামিয়ে ৩৬ রানের জয় তুলে নেয় শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট।
0 coment rios: