জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গত ১৫ বছরে দেশে যে অন্যায়, নিপীড়ন ও নির্যাতন হয়েছে, তার বিচার না করে কোনো নির্বাচন হতে পারে না। আগে বিচার, তারপর নির্বাচন—এটাই তার দলের অবস্থান বলে দাবি নাহিদের।”
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ যেসব নির্যাতন হয়েছে, তার বিচার নিশ্চিত না হলে আমরা নির্বাচনের দিকে যেতে পারি না। বিচারবিহীন নির্বাচন মানে জনগণের সঙ্গে আরেক দফা প্রতারণা। আমরা চাই, দ্রুত বিচার সম্পন্ন হোক, তারপর সামনে এগোনো হোক।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি, সংস্কারের প্রসঙ্গকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। এটি উদ্বেগজনক। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই, ন্যায়বিচার ও সংস্কারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, “সিরাজগঞ্জ যেমন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তেমনই জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরাজগঞ্জ আমাদের অন্যতম শক্তির ঘাঁটি হয়ে উঠবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের মুখপাত্র টি এম মুশফিক সাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, শহীদ পরিবারের প্রতিনিধি ফজল হোসেন ও আহত মহসিন রেজা।
ইফতার মাহফিলে জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহত ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
0 coment rios: