Saturday, 29 March 2025

যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় সিরাজগঞ্জে কাজ করছে সেনাবাহিনী

 




ঈদযাত্রায় যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজট দেখা যায়নি। শুক্রবার সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকলেও, সেনাবাহিনীর কার্যক্রমের ফলে মহাসড়কে স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে। অনেকে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন।

১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া অঞ্চলের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির (পিএসসি, জি) জানান, হাটিকুমরুল থেকে যমুনা সেতু এবং চান্দাইকোনা পর্যন্ত ২৪ ঘণ্টা সেনাবাহিনী কাজ করছে। সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, বৃহস্পতিবার বিকেলের পর থেকে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় যানবাহনের চাপ বাড়তে থাকে। শুক্রবার সকাল থেকে এই চাপ আরও বৃদ্ধি পেয়েছে, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২০ হাজার ২৪১টি। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার ২ হাজার ২টি বেশি যানবাহন পার হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রয়েছে। এর মধ্যে প্রতি পাশে ২টি করে মোট ৪টি বুথ মোটরসাইকেলের জন্য সংরক্ষিত।

সেনাবাহিনী ও প্রশাসনের তৎপরতায় সিরাজগঞ্জের মহাসড়কগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ফলে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: