বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান গতবছর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এ ঘটনার পেছনে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। হত্যার হুমকির পর সালমান খানের ঘনিষ্ঠদেরও দিশেহারা অবস্থা। কঠোর নিরাপত্তার মধ্যে এখন তিনি সব জায়গায় চলাফেরা করছেন।
শুধু তাই নয়, সালমানের গতিবিধিও বর্তমানে নির্দিষ্ট করা। তার জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যে। কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড, সেই সালমানের যেন কোনো চিন্তা নেই। বলা চলে তিনি রীতিমতো বেপরোয়া। ‘সিকান্দার’সিনেমার প্রচারে এসে এই প্রথমবার খুনের হুমকি নিয়ে মুখ খুললেন ভাইজান।
ঘটনাটি ১৯৯৮ সালের। সেই সময়ে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সালমান খান। ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ তোলা হয়। দুই দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
0 coment rios: