যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু। আগে যেখানে যমুনা বহুমুখী সেতু ট্রেনে পার হতে ২০ মিনিট সময় লাগত, এখন সেই সময় কমে দাঁড়িয়েছে মাত্র ৩ মিনিটে।
মঙ্গলবার (১৮ মার্চ) নতুন রেলসেতুর উদ্বোধনের পর সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন যমুনা রেলসেতু দিয়ে ট্রেন চলবে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে। ফলে ট্রেনকে আর সেতুর দুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। এতে যাত্রীদের ভ্রমণ আরও দ্রুত ও সহজ হবে।
নতুন রেলসেতু চালুর ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ আরও মজবুত হবে এবং বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
0 coment rios: