Saturday, 29 March 2025

এনায়েতপুরে বিএনপির সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় দুই নেতার পদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

 


সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ইফতার মাহফিল কেন্দ্রিক সংঘর্ষে ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় দুই নেতার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে নাম আসায় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল এবং সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জুর সকল পদ স্থগিত করা হয়েছে।

এ ঘটনায় আরও অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন — মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি জেলা বিএনপি; নাজমুল হাসান ডালুকদার রানা, সহ-সভাপতি জেলা বিএনপি; এবং নূর কায়েম সবুজ, যুগ্ম-সম্পাদক জেলা বিএনপি, সিরাজগঞ্জ।

তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে বলা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এরঅগে, এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা কবির হোসেন। পরে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিহতের পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: