Sunday, 30 March 2025

ঈদ উল ফিতর উপলক্ষে মাওলানা রফিকুল ইসলাম খানের শুভেচ্ছা

ঈদ উল ফিতর উপলক্ষে মাওলানা রফিকুল ইসলাম খানের শুভেচ্ছা

 




পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা রমজান মাসের সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে আনন্দ উদযাপন করে। এই বিশেষ দিনে, ঈদ উল ফিতরের আনন্দ এবং সৌহার্দ্য সবাইকে একত্রিত করে, ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে একই লক্ষ্যে নিয়ে আসে। উল্লাপাড়া, সলংগা এবং ইসলামী উম্মাদ সহ সারা বাংলাদেশের মুসলিমরা একসাথে ঈদের খুশি ভাগাভাগি করছে।

এই পবিত্র উপলক্ষে, বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী নেতা, মাওলানা রফিকুল ইসলাম খান, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ সংসদ সদস্য পদপ্রার্থী (৬৫, উল্লাপাড়া ৪), তাঁর শুভেচ্ছা জানিয়েছেন উল্লাপাড়া, সলংগা এবং সারা দেশের ইসলামী উম্মাহকে।

মাওলানা রফিকুল ইসলাম খান তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, "পবিত্র ঈদ উল ফিতর আমাদের জীবনে নতুন আশা, আনন্দ এবং সম্পর্কের উজ্জীবন নিয়ে আসে। এই দিনটি আমাদের ধৈর্য, সহনশীলতা এবং একে অপরের প্রতি সহানুভূতির শিক্ষা দেয়। আমরা যেন এই ঈদ উপলক্ষে আমাদের জীবনকে আরও সুন্দর, সৎ ও ন্যায়পরায়ণ করতে পারি, সেটি আমাদের প্রত্যেকের কর্তব্য।"

তিনি আরো বলেন, "যে সমস্ত মানুষ রমজান মাসে সিয়াম সাধনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, তাদের জন্য এই ঈদ একটি মহান পুরস্কারের প্রতীক। আমরা যেন নিজেদের ভালো কাজ এবং নৈতিকতা ধরে রেখে, দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে চলি।"

মাওলানা রফিকুল ইসলাম খান তাঁর বক্তব্যে উল্লাপাড়া এবং সলংগা এলাকার সকল বাসিন্দাকে ঈদের আনন্দ এবং সুখী জীবনের কামনা করেন। তিনি তাঁর ঈদের শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করেন, "আমরা সকলে একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করি। ইসলামি উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব হল অন্যদের পাশে দাঁড়ানো এবং সবার মধ্যে ইসলামের সঠিক শিক্ষা প্রচার করা।"

মাওলানা রফিকুল ইসলাম খান তাঁর নির্বাচনী এলাকার জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, আগামী দিনে জনগণের সেবা করতে এবং তাদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বিশ্বাস করেন, ইসলামী মূল্যবোধ এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ এবং সমাজ উন্নত হবে।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাওলানা রফিকুল ইসলাম খানের দেওয়া এই শুভেচ্ছা বার্তা সত্যিই একটি একতার এবং শান্তির সেতু তৈরি করার আহ্বান। ঈদের এই আনন্দ এবং আধ্যাত্মিক ত্যাগ আমাদের জীবনে শান্তি ও ভালোবাসা এনে দিক—এমনটাই তিনি কামনা করেছেন।

সকলকে ঈদ মুবারক!

‘নিষিদ্ধ যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি’

‘নিষিদ্ধ যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি’

 


নিষিদ্ধঘোষিত যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

রবিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার। 

তিনি বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঈদগাহে নামাজ আদায় করবেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ  সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া শতাধিক সিসি ক্যামেরার নজরদারিও থাকবে।

আইপিএলের ইতিহাসে এমন অভিজ্ঞতা আগে হয়নি রশিদ খানের

আইপিএলের ইতিহাসে এমন অভিজ্ঞতা আগে হয়নি রশিদ খানের

 


গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং করে রশিদ খান দেন মাত্র ৪ রান। দশম ওভারেও খরচ করেন মাত্র ৬ রান। তবে দুই ওভারে ১০ রান খরচ করেও আর বোলিং পেলেন না রশিদ। আর তাতে আইপিএলে বিরল এক অভিজ্ঞতা হলো আফগান লেগ স্পিনারের।

আইপিএলে ২০ ওভারের কোনো ইনিংসে তার কোটার চার ওভার পূর্ণ না হওয়ার প্রথম ঘটনা এটিই। অর্থাৎ আইপিএলে এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলে প্রথম এমন অভিজ্ঞতা হলো রশিদের।

২০১৭ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন রাশিদ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ওভারপ্রতি ৬.৮৬ করে রান দিয়ে তার উইকেট ১৫০টি।য

দিও কালকের ম্যাচে মাত্র ২ ওভার। মাত্র ১০ রান দিলেও, এই লেগস্পিনার কোনো উইকেট পাননি। কিন্তু আশ্চর্যজনকভাবে এরপর রশিদকে আর বোলিংয়েই আনেননি গুজরাট অধিনায়ক শুভমান গিল।

অবশ্য রশিদের বাকি দুই ওভার ছাড়াই ২০ ওভারে মুম্বাইকে ১৬০ রানে থামিয়ে ৩৬ রানের জয় তুলে নেয় শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট।

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে কাল ঈদ

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে কাল ঈদ

 


সৌদি আরবে আজ শনিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি গেজেট জানিয়েছে। আগামীকাল রোববার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।


এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) আজ সন্ধ্যায় জানান, আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট।


আজ সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এরপর আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট। কাল সকালে দেশজুড়ে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

Saturday, 29 March 2025

এনায়েতপুরে বিএনপির সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় দুই নেতার পদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

এনায়েতপুরে বিএনপির সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় দুই নেতার পদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

 


সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ইফতার মাহফিল কেন্দ্রিক সংঘর্ষে ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় দুই নেতার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে নাম আসায় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল এবং সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জুর সকল পদ স্থগিত করা হয়েছে।

এ ঘটনায় আরও অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন — মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি জেলা বিএনপি; নাজমুল হাসান ডালুকদার রানা, সহ-সভাপতি জেলা বিএনপি; এবং নূর কায়েম সবুজ, যুগ্ম-সম্পাদক জেলা বিএনপি, সিরাজগঞ্জ।

তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে বলা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এরঅগে, এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা কবির হোসেন। পরে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিহতের পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি : ডা. শফিকুর রহমান

এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি : ডা. শফিকুর রহমান

 


আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি : ডা. শফিকুর রহমান 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৮ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন। 

 

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন। দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ৮ মাস অতিবাহিত হওয়া সত্তে¡ও জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। 


আমরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন।

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

 


৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর মিয়ানমার এবং থাইল্যান্ডের উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে।

“আমরা খালি হাতেই মানুষদের মাটি খুঁড়ে বের করছি,” ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে খুব বেশি দূরে মান্দালয়ে একটি দল বিবিসিকে বলেছে।

মিয়ানমারের সামরিক নেতৃত্ব জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৬৯৪ জন নিহত এবং শত শত আহত হয়েছে। প্রতিবেশী দেশগুলোও ভূমিকম্পের প্রভাব অনুভব করেছে।

একজন উদ্ধারকর্মী বিবিসি বার্মিজ সার্ভিসকে বলেছেন, “মান্দালয়ে বেশিরভাগ ভবন ধসে পড়েছে এবং মানুষ তাদের ঘরে ফিরে যেতে সাহস পাচ্ছে না।”

একজন সেনা জেনারেল বলেছেন, মিয়ানমারে কমপক্ষে ১৪৪ জন নিহত এবং আরও শত শত আহত হয়েছে। প্রতিবেশী দেশগুলোও ভূমিকম্পের প্রভাব অনুভব করছে

ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা

ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেলেন হামজা

 


স্পোর্টস ডেস্ক: ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে শেফিল্ড ইউনাইটেড। কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে হামজা চৌধুরীর দল।শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৯ মিনিটে কভেন্ট্রির বিপক্ষে প্রথম গোল পায় শেফিল্ড। গোল করেন গুস্তাভো হামের। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তাইরেসে কাম্পবেল। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় শেফিল্ড।

বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে শেফিল্ডকে তৃতীয় গোল এনে দেন রহিয়ান ব্রুস্টার। ম্যাচের ইনজুরি সময়ে এক গোল শোধ দেয় কভেন্ট্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড।এই জয়ে প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে এগিয়ে গেলো হামজার দল। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

বাড়ি ফিরে যে বার্তা দিলেন তামিম ইকবাল

বাড়ি ফিরে যে বার্তা দিলেন তামিম ইকবাল

 


স্পোর্টস ডেস্ক:  শুক্রবার দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসায় ফিরে গেছেন তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি দেখে তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন শুধু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পালা।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে বনানীর ডিওএইচএসের বাসায় ফিরে যান তামিম। সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে পারিবারিকভাবে তার চিকিৎসা চলমান থাকবে।বাড়ি ফিরে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে একটি বার্তা দিয়েছেন তামিম।

পোস্টে তিনি বলেন, “আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায়। উথালপাথাল এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি, তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে। সেই উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালোলাগা ও কৃতজ্ঞতা। আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ারজুড়ে নানা সময়ই পেয়েছি। তবে এবার তা অনভুব করতে পেরেছি আরও তীব্রভাবে। আমি সত্যিই আপ্লুত।

বিকেএসপিতে আমার অসুস্থতার শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে। ম্যাচ রেফারি দেবু দা (দেবব্রত পাল), বিকেএসপির চিকিৎসকরা এবং আরও যারা তখন ছিলেন সেখানে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ভাই আমাকে দ্রুতগতিতে নিয়ে গেছেন হাসপাতালে, সবার প্রতি কৃতজ্ঞতা।আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাব কীভাবে, আমার আসলে জানা নেই। আমি পরে জেনেছি, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন যে, ডালিম ভাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না। উপযুক্ত মানুষকে উপযুক্ত সময়ে আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়েছেন।

মোহামেডানের সাপোর্ট স্টাফ ওয়াসিমের কথা না বললেও নয়। শুরু থেকে এখনও সার্বক্ষণিক সঙ্গী হয়েই আছে আমার। কেপিজে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ ও তার দক্ষ চিকিৎসক দল তাদের পেশাদারিত্ব আর আন্তরিকতার মিশেলে যেভাবে দ্রুততায় চিকিৎসা করেছেন, আমাদের দেশের চিকিৎসকদের মান ও কার্যকারিতাই ফুটে উঠেছে তাতে। আমি পরে শুনেছি যে, দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন, ডা. মারুফ ও তার দল মিরাকল ঘটিয়েছেন।

হত্যার হুমকি নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

হত্যার হুমকি নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

 


বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান গতবছর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এ ঘটনার পেছনে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। হত্যার হুমকির পর সালমান খানের ঘনিষ্ঠদেরও দিশেহারা অবস্থা। কঠোর নিরাপত্তার মধ্যে এখন তিনি সব জায়গায় চলাফেরা করছেন।

শুধু তাই নয়, সালমানের গতিবিধিও বর্তমানে নির্দিষ্ট করা। তার জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যে। কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড, সেই সালমানের যেন কোনো চিন্তা নেই। বলা চলে তিনি রীতিমতো বেপরোয়া। ‘সিকান্দার’সিনেমার প্রচারে এসে এই প্রথমবার খুনের হুমকি নিয়ে মুখ খুললেন ভাইজান।

ঘটনাটি ১৯৯৮ সালের। সেই সময়ে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সালমান খান। ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ তোলা হয়। দুই দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

ইশরাককে মেয়র করায় এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম

ইশরাককে মেয়র করায় এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম



বিনোদন ডেস্ক: ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। ওই সময়ের নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়া ঘোষণা করেন। এবার সেই রায় বাতিল ঘোষণা করলেন আদালত।

ডিএসসিসির ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদেশে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট থেকে বাতিল করা হয়। একইসঙ্গে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

এর আগে গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

আগে ১৫ বছরের অন্যায়-নিপীড়নের বিচার, তারপর নির্বাচন: নাহিদ ইসলাম

আগে ১৫ বছরের অন্যায়-নিপীড়নের বিচার, তারপর নির্বাচন: নাহিদ ইসলাম



 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গত ১৫ বছরে দেশে যে অন্যায়, নিপীড়ন ও নির্যাতন হয়েছে, তার বিচার না করে কোনো নির্বাচন হতে পারে না। আগে বিচার, তারপর নির্বাচন—এটাই তার দলের অবস্থান বলে দাবি নাহিদের।”

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ যেসব নির্যাতন হয়েছে, তার বিচার নিশ্চিত না হলে আমরা নির্বাচনের দিকে যেতে পারি না। বিচারবিহীন নির্বাচন মানে জনগণের সঙ্গে আরেক দফা প্রতারণা। আমরা চাই, দ্রুত বিচার সম্পন্ন হোক, তারপর সামনে এগোনো হোক।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি, সংস্কারের প্রসঙ্গকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। এটি উদ্বেগজনক। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই, ন্যায়বিচার ও সংস্কারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, “সিরাজগঞ্জ যেমন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তেমনই জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরাজগঞ্জ আমাদের অন্যতম শক্তির ঘাঁটি হয়ে উঠবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের মুখপাত্র টি এম মুশফিক সাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, শহীদ পরিবারের প্রতিনিধি ফজল হোসেন ও আহত মহসিন রেজা।

ইফতার মাহফিলে জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহত ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত

 


নিহত হয়েছে। সোমবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার চরঘাটিনা রেলগেটের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। তবে তার বাবা-মা কেউ বেঁচে নেই। তিনি ফুফুর কাছে থেকে উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, সোমবার ভোরে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন চরঘাটিনা রেলগেটে পৌঁছালে ট্রেনের নিচে পড়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় সিরাজগঞ্জে কাজ করছে সেনাবাহিনী

যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় সিরাজগঞ্জে কাজ করছে সেনাবাহিনী

 




ঈদযাত্রায় যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজট দেখা যায়নি। শুক্রবার সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকলেও, সেনাবাহিনীর কার্যক্রমের ফলে মহাসড়কে স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে। অনেকে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন।

১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া অঞ্চলের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির (পিএসসি, জি) জানান, হাটিকুমরুল থেকে যমুনা সেতু এবং চান্দাইকোনা পর্যন্ত ২৪ ঘণ্টা সেনাবাহিনী কাজ করছে। সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, বৃহস্পতিবার বিকেলের পর থেকে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় যানবাহনের চাপ বাড়তে থাকে। শুক্রবার সকাল থেকে এই চাপ আরও বৃদ্ধি পেয়েছে, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২০ হাজার ২৪১টি। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার ২ হাজার ২টি বেশি যানবাহন পার হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রয়েছে। এর মধ্যে প্রতি পাশে ২টি করে মোট ৪টি বুথ মোটরসাইকেলের জন্য সংরক্ষিত।

সেনাবাহিনী ও প্রশাসনের তৎপরতায় সিরাজগঞ্জের মহাসড়কগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ফলে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।

যমুনা রেলসেতু বদলে দিলো সময়ের হিসাব, ২০ মিনিটের জায়গায় মাত্র ৩ মিনিট

যমুনা রেলসেতু বদলে দিলো সময়ের হিসাব, ২০ মিনিটের জায়গায় মাত্র ৩ মিনিট

 যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু। আগে যেখানে যমুনা বহুমুখী সেতু ট্রেনে পার হতে ২০ মিনিট সময় লাগত, এখন সেই সময় কমে দাঁড়িয়েছে মাত্র ৩ মিনিটে।

মঙ্গলবার (১৮ মার্চ) নতুন রেলসেতুর উদ্বোধনের পর সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন যমুনা রেলসেতু দিয়ে ট্রেন চলবে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে। ফলে ট্রেনকে আর সেতুর দুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। এতে যাত্রীদের ভ্রমণ আরও দ্রুত ও সহজ হবে।

নতুন রেলসেতু চালুর ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ আরও মজবুত হবে এবং বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তারাগঞ্জে ছাত্রসমন্বয়কদের উদ্যোগে ইফতার মাহফিল

তারাগঞ্জে ছাত্রসমন্বয়কদের উদ্যোগে ইফতার মাহফিল



 নিজস্ব প্রতিনিধিঃ

রমজানের পবিত্রতায় সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহত যোদ্ধাদের সাথে নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাগঞ্জ উপজেলার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) উপজেলা মডেল মসজিদের হলরুমে তারাগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিন্নাতুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমীর মাওলানা এস এম আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আশরাফ আলী, ২নং কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, তারাগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন কাজল, শিল্পপতি একরামুল হক, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি আরিফ শেখ, পেশাজীবী সংগঠক ও শিক্ষক নেতা আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম মুন্না, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ও সহযোগিতা করা, সাংবাদিক, শিক্ষক, জনতা প্রমুখ।

ছাত্র সমন্বয়করা জানান, এই মাহফিল শুধু ইফতার আয়োজন নয়, বরং একটি ঐক্যের বার্তা। সবাই মিলেমিশে কিভাবে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠন করা যায়, সে বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাগঞ্জ উপজেলার নেতা আলামিন আকাশ বলেন, “যেমন ভাবে আমরা হাতে-হাত রেখে কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি, তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক সংগঠককে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জারি রাখার আহ্বান জানান তিনি। এছাড়াও জুলাই-আগস্টের মতো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাইকে এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠন সভা

কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠন সভা

 


ডেস্ক সংবাদ.

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ অক্টোবর) ২০২৪ইং মঙ্গলবার বেলা ১১:০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. একরামুল হক।

এছাড়া আলোচনায় অংশ নেন সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ রাশেদুল হাসান, মোমেন আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হান্নান, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মাজদার হোসেন, উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমান, এইচ.টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, উল্লাপাড়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মাসুম, মো. রিফাত আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Friday, 28 March 2025

সলঙ্গার তাঁতপল্লীতে বেড়েছে ব্যস্ততা

সলঙ্গার তাঁতপল্লীতে বেড়েছে ব্যস্ততা

 


আনিছুর রহমান : মন্দাভাব কাটিয়ে ঈদকে সামনে রেখে আবারো সরগরম হচ্ছে সলঙ্গার তাঁতপল্লীগুলো। পবিত্র রমজানের ঈদুল ফিতরকে ঘিরে কর্মমুখর হয়ে উঠছে তাঁত পল্লীগুলো। প্রতিদিন ভোর থেকে শুরু করে রাতঅবধি পর্যন্ত তাঁত বুননের খট খট শব্দে শাড়ি, লুঙ্গী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে শ্রমিক সংকটের কারনে কারখানা মালিকদের এবারে বেগ পেতে হচ্ছে। বিভিন্ন নকসার শাড়ি, লুঙ্গী তৈরি করছেন কারিগররা। শ্রমিকদের উৎপাদিত প্রতিটি শাড়িতে আধুনিক ও শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারী নকসা। তাঁত পল্লীতে পুরুষ শ্রমিকের সাথে পাল্লা দিয়ে নলি ভরা, সুতা প্রস্তত করা, মাড় দেয়াসহ বিভিন্ন কাজ করে চলেছেন।

রং, সুতা ও প্রয়োজনীয় কাঁচামালের দাম বাড়তে থাকায় শাড়ি, লুঙ্গী তৈরির দামও বাড়ছে বলে জানান কারখানার মালিকরা। সিরাজগঞ্জ জেলার মধ্যে তাঁতকুঞ্জ হিসেবে পরিচিত সলঙ্গার পাঁচলিয়া গ্রামটি যুগ যুগ ধরে সুপরিচিত। পাঁচলিয়া গ্রামকে তাঁতপল্লী হিসেবে সবাই চেনেন। গ্রামের এমন কোন বাড়ি নাই যে বাড়িতে ন্যুনতম ১০/২০ টি তাঁত নাই। সিরাজগঞ্জের নামকরা পাঁচলিয়ার কাপড়ের হাট।দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতারা বাহারী শাড়ি, লুঙ্গী, গামছা কিনতে এ হাটে আসেন।

সলঙ্গার পাঁচলিয়ার শাড়ি, লুঙ্গী শুধু দেশেই নয়, বিদেশেও স্থান করে নিয়েছে। ঈদ মৌসুম আসলেই সলঙ্গার তাঁতপল্লীগুলোতে কাজের চাপ কয়েকগুন বেড়ে যায়। শ্রমিক, মহাজনদের যেন দম ফেলার সময় থাকে না। এ সব কারখানায় তৈরি হচ্ছে বাহারি নাম আর নতুন নতুন ডিজাইনের জামদানি, সুতিজামদানি, কাতান, বেনারসি, কটন জামদানি, হাফ সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ি ও লুঙ্গী। পাঁচলিয়া, আমডাঙ্গা, হোড়গাতী, রতনকান্দি, বাদুল্লাপুর, তারুটিয়া, হাসানপুর, হাটিকুমরুল, জগন্নাথপুরসহ থানার বিভিন্ন গ্রামের উৎপাদিত শাড়ি, লুঙ্গী পাইকারী ব্যবসায়ীদের হাত ধরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

পাঁচলিয়ার বড় মহাজন আলহাজ্ব ইদ্রিস আলী জানান, পাঁচলিয়ার উৎপাদিত শাড়ি, লুঙ্গীর সুনাম দেশ জুড়ে। তাঁতশিল্পে কিছুটা মন্দাভাব শুরু হয়েছিল। তার উপর আবার রং, সুতা ও প্রয়োজনীয় কাঁচামালের দাম বৃদ্ধি। অনেক তাঁত বন্ধ হয়েও গেছে। তার পরেও বাপ দাদার পেশা এ শিল্পকে টিকিয়ে রাখতে আমরা চেষ্টা করেই যাচ্ছি। ফারুক উইভিং ফ্যাক্টরির মালিক হাফিজুর জানান, ঈদ উপলক্ষ্যে শ্রমিকেরা দিনরাত পরিশ্রম করে বাহারী রংয়ের শাড়ি-লুঙ্গী তৈরী করছেন, তাই তাদের জন্য ঈদ বোনাসের ব্যবস্থাও করেছি। আরেক মহাজন খলিল জানান, গত বছর ঈদে ব্যবসা ভালো হয়েছিল, এবারেও আশা করছি ব্যবসা ভালো হবে। মহাজন আরাফাত রহমান জানান, কাঁচামাল, রং, সুতার বাজার, শ্রমিকের মুল্য নিয়ন্ত্রণ করা গেলে আবারো ঘুরে দাঁড়াবে পাঁচলিয়ার ঐতিহ্যবাহী তাঁত শিল্প।

উত্তরের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ

উত্তরের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ

 


আসন্ন ঈদ-উল-ফিতরে উত্তরের মহাসড়কের সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে স্বস্তির সাথে ঈদযাত্রা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের ১০দিন আগে থেকেই যমুনা সেতু পশ্চিম মহাসড়কে নির্মিত ১১টি উড়াল সেতুর ৯টি ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন খুলে দেওয়ায় ঘরমুখী মানুষ সুফল পাবে। বিগত সময়ে দুই ঈদের পূর্বে তীব্র যানজট দেখা গেলেও আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো ঈদ যাত্রীদের ভোগান্তি থাকবে না এবং ভ্রমন স্বস্তিদায়ক হবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

সংশ্লিষ্ট সুত্র মারফত জানা যায়, স্বাভাবিক সময়ে যমুনা সেতু হয়ে প্রতিদিন উত্তরের ১৬টি ও দক্ষিণের ৫টি জেলার প্রায় ১৫ থেকে ১৬ হাজার যানবাহন চলাচল করে। এই সংখ্যা ঈদের সামনে বেড়ে যায় কয়েকগুণ। ফলে সেতু পার হতে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তির শিকার হয় ঘরমুখো মানুষ।

অতিত অভিজ্ঞতার আলোকে এবারের ঈদের সামনে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এর মধ্যে রয়েছে, হাইওয়ে পুলিশ,ট্রাফিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, যানজট নজরদারিতে সিসি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার, ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় গাড়ি মহাসড়কে চলতে বাধা দেওয়ার ফলে বিগত বছরের ঈদযাত্রার মতো অসহনীয় যানজট এবার দেখা যাবে না। একারণে আসন্ন ঈদুল ফিতরে উত্তরের ঘরমুখী মানুষের ঈদযাত্রা এক দশকের মধ্যে এবারই হবে সবচেয়ে আরাম দায়ক ও স্বস্তির।

অন্যদিকে জেলা পুলিশ সূত্রে জানা যায়, যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক, হাটিকুমরুল-বনপাড়া, ঢাকা-বগুড়া ও ঢাকা-পাবনা মহাসড়কসহ সিরাজগঞ্জের ৮৮ কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্বে থাকবে পুলিশ ও হাইওয়ে পুলিশ। পাশাপাশি স্থানীয় জনগণের সমন্বয়ে গঠিত কমিউনিটি পুলিশও কাজ করবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, আসন্ন ঈদুল ফিতরে উত্তরের ঈদযাত্রা হবে সবচেয়ে স্বস্তিদায়ক। এই ঈদে একসঙ্গে সবার ছুটি এবং বাড়ি যাওয়ার জন্য সড়কে একটু চাপ থাকলেও কোনো যানজট থাকবে না। এজন্য জেলা পুলিশ ও সড়ক বিভাগের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে।

যানজট এড়াতে প্রস্তুতির কথা জানিয়ে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল হক পাভেল বলেন, সেতুতে যানজট এড়াতে উভয় পাশে ১৮টি টোল বুথ থাকবে। যার মধ্যে মোটরসাইকেলের জন্য ব্যবহৃত হবে চারটি।

আহসানুল হক পাভেল আরও বলেন, সেতুর ওপর গাড়ি বিকল ও দুর্ঘটনা কবলিত হলে সেতুর সংযোগ সড়কের দুই পাশে দুটি রেকার ও ফায়ার সার্ভিসের গাড়ি থাকবে। সবমিলিয়ে এবার উত্তরের ঘরমুখো মানুষ স্বস্তি নিয়ে পরিবারের কাছে ফিরবে বলে তিনি আশা করেন। সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে কাজ করছি। এ বছর ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। সবাইকে যানজটমুক্ত মহাসড়ক উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।